বায়ো-এনার্জি হেলথ ব্রেসলেট কি? কেন ব্যাবহার করবেন?
![]() |
বায়ো-এনার্জি ব্রেসলেট |
চিকিৎসা বিজ্ঞানের
ইতিহাস হতে জানা যায়, খৃস্টের জন্মেরও দুই হাজার বছর আগে চীনারা সর্বপ্রথম
মানবদেহের বিভিন্ন চিকিৎসায় ম্যাগনেটিক
থেরাপীর ব্যবহার শুরু করেন। বর্তমানে সারা পৃথিবীতে ১০০ মিলিয়নেরও বেশি লোক রোগের উপশমের জন্য ম্যাগনেটিক থেরাপী ব্যবহার করছে। এদের মধ্যে চীনা, জাপানীজ ও কোরিয়ানরাই
প্রায় ৬০ মিলিয়ন। যার ফলে ওই অঞ্চলগুলোতে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় মানুষ রোগাক্রান্ত হয় কম।
বায়ো এনার্জেটিক হেলথ ব্রেসলেট-এর বিভিন্ন উপাদান ও কাজ -
১) চুম্বকীয় আবেশ
২) ঋণাত্মক আবেশ
৩। সূর্যের দূর অদৃশ্য লালরশ্মি
৪) স্টেইনলেস
স্টিল ৩১৬ মেটাল।
এই ব্রেসলেট-এ নিয়োডাইমিয়াম চুম্বকের পরিমান ২৫০০ থেকে ৩০০০ গস (জি)।
বায়ো-এনার্জি হেলথ ব্রেসলেট উপাদান হ'ল নিউডিমিয়াম চৌম্বক যা
দেহে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। আপনার রক্তে লোহা থাকায় ব্রেসলেটের চৌম্বকগুলি বাহু এবং কব্জিতে আরও রক্ত সঞ্চালন উন্নত করে। এই রক্ত প্রবাহ লালভাব এবং ফোলাভাব কমিয়ে দেয়ার পাশাপাশি বিভিন্ন ধরণের ব্যথা (বাতের ব্যথা, মাথা ব্যথা, আঘাতজনিত ব্যথা, পেশির ব্যথা, দাতের ব্যথা, জোড়াসন্ধির ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা) দূর করে এবং শরীরের যাবতীয় বিষাক্ত পদার্থ (টক্সিন) বের করে দেয়। বায়ো-এনার্জি হেলথ ব্রেসলেট আপনার ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, লিভার এবং কিডনি রক্ষা করে এবং মস্তিষ্কের কোষ বিকাশ করে, হরমোন উন্নত করে, শরীরের শক্তি বৃদ্ধি করে, শরীরের রক্তকণিকা উন্নত করে।দেহের প্রদাহকে যত তাড়াতাড়ি সম্ভব ছিটিয়ে দিয়ে আপনার জয়েন্টগুলিতে কার্টেলিজ সংরক্ষণে সহায়তা করে। এছাড়া বায়ো-এনার্জি হেলথ ব্রেসলেট ব্যবহার করে মাথা ব্যথা, দেহের ব্যথা,
পেশী এবং জয়েন্টে ব্যথা রোধ করএ যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
, স্ট্রেস এবং হাইপারটেনশন নিয়ন্ত্রণ, মাইগ্রেন এবং হতাশা নিয়ন্ত্রণও করে থাকে এই
বায়ো-এনার্জি হেলথ ব্রেসলেট।
লেখকঃ সাদিয়া রহমান অনু
No comments