গহনায় বৈশাখী সাজ
![]() |
গহনায় বৈশাখী সাজ
শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে পরতে পারেন রঙিন মাটির অলঙ্কার। মাটির কানের দুলের সঙ্গে পরতে
পারেন মাটির পুঁতি দিয়ে তৈরি লম্বা মালা।জামদানি বা গরদের শাড়ির সঙ্গে পরতে পারেন রূপার অলঙ্কার। বিশেষ করে যারা রাতে ঘুরতে বেড়
হবেন তারা গলা খালি রেখে কানে বড় মাপের দুল পরবেন। এক্ষেত্রে দুলটি চেহারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই। অন্যথায় রূপার ঝুমকা যা মোটামুটি
সবাইকেই মানায়। বৈশাখী সাজের বড় একটি
অংশ জুড়ে থাকে ফুলের গয়না। ফুলেল সাজে নিজেকে
অনন্য করে তুলতে বেছে নিতে পারেন রং-বেরঙের ফুলের গয়না। এবার আসি চুড়ির কথায়। বাঙালি নারী চুড়ি ছাড়া বৈশাখী
উৎসবের কথা কল্পনাই করতে পারে না। রেশমি চুড়ি, বেলোয়ারি,
জয়পুরি যে চুড়ির কথাই বলা হোক না কেন, বৈশাখে
সব রকম চুড়িরই সমান কদর।
সাজ পোশাক যেমনই হোক না কেন একখানি নান্দনিক গহনা তুলে ধরতে পারে সবার মাঝে আপনাকে করবে আলাদা। এখন প্রয়োজন আপনার রুচি আর সাধ্যের সমন্বয় করে গয়না কেনার পালা।
সাজ পোশাক যেমনই হোক না কেন একখানি নান্দনিক গহনা তুলে ধরতে পারে সবার মাঝে আপনাকে করবে আলাদা। এখন প্রয়োজন আপনার রুচি আর সাধ্যের সমন্বয় করে গয়না কেনার পালা।
লেখকঃসাদিয়া রহমান অনু
No comments